Women Economic Empowerment নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে পাটপণ্য তৈরি প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফেয়ার কাজ করছে। এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য প্রান্তিক নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি। এরই অংশ হিসেবে অদ্য ২৫/০২/২০১৯ তারিখে ফেয়ার এর সহযোগিতায় কুষ্টিয়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার আয়োজনে আলামপুর দাস পাড়ায় দলিত নারীদের fair women economical empowerment through training on jute productsঅর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ৭ দিন ব্যাপী পাটপণ্য তৈরি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংক, কুষ্টিয়া শাখার ব্যাবস্থাপক মনিরুল ইসলাম, করেন  যুব উন্নয়ন অধিদপ্তর কুষ্টিয়া সদর উপজেলা কর্মকর্তা আতিকুল ইসলাম, ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতাfair poor women economical empowermentরুজ্জামান ও যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

ফেয়ার এর তিনজন প্রশিক্ষক এই প্রশিক্ষণ পরিচালনা করেন। সার্বিক সহযোগিতায় ফেয়ার সমন্বয়কারী কেএম হারিসুল আলম জনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *