ফেয়ার এর পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মশালা

ফেয়ার এর পঞ্চবার্ষিক পরিকল্পনা কর্মশালা
আজ ফেয়ার এর পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২২- জুন ২০২৭) প্রণয়ন বিষয়ক কর্মশালা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংস্থার সাধারণ ও নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে সংস্থার পরিচালক দেওয়ান আখতারুজ্জামান সংস্থার লক্ষ্য, ভিশন ও মিশনসহ বিগত ও চলমান কর্মসূচি উপস্থাপন করেন।

এছাড়াও তিনি আগামী ৫ বছরের সম্ভাব্য কর্মসূচিসহ সম্পদ সমাবেশীকরণের উৎসহগুলো উপস্থাপন করেন। উপস্থিত সকল সদস্যকে ৩ টি গ্রæপে ভাগ করে গ্রæপ ওয়ার্কের মাধ্যমে আগামী ৫ বছরের কর্মসূচি নির্ধারণ, সম্পদ সমাবেশীকরণের টারগেট নির্ধারণ এবং কিভাবে সম্পদ সমাবেশীকরণ করা যায় তা নির্ধারণ করে প্রত্যেক গ্রæপ আলাদা আলাদা ভাবে উপস্থাপন করেন।

কর্মশালা সমাপনী বক্তব্যে ফেয়ার এর নির্ধাহী সদস্য ও ইসলামী বিশ^বিদ্যালয়ের আইনবিভাগের প্রফেসর ড. সেলিম তোহা বলেন, ‘‘আজকের এই কর্মশালা ফেয়ার এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ৫ বছর ফেয়ার কি করবে, কাদের নিয়ে করবে এবং কিভাবে করতে তা সকল সদস্যের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হলো’’।
ফেয়ার এর চেয়ারম্যান অ্যাড. মঞ্জুরী বেগম বলেন, ‘‘আজকের বিকেলটা সুন্দরভাবে কাটলো। আমরা সকলেই ফেয়ার এর পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নে নিজস্ব মতামতসহ গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে মতামত ব্যক্ত করেছি। আশা করছি ফেয়ার এর মাধ্যমে আগামীতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো’’। তিনি সকলকে কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।
কর্মশালাটি পরিচালনা করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, সহায়তা করেন ফেয়ার এর কর্মকর্তা কেএম হারিসুল আলম জনি, কৌশিক আহমেদ শাওন, বেলাল হোসেন ও রবিন কুমার দাস।