ফেয়ার এর আয়োজনে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ প্রস্তুতি ক্যাম্প ও এক্টিভেশন কর্মশালা || Children’s Science Preparation Camp and Activation Workshop
অদ্য ১৯ ফেব্রæয়ারি, ২০২০ সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এ ফেয়ার এর আয়োজনে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ প্রস্তুতি উপলক্ষে দু’দিন ব্যাপী সায়েন্স ক্যাম্প ও এক্টিভেশন কর্মশালা আয়োজন করা হয়।
প্রস্তুতিমুলক সায়েন্স ক্যাম্প এর কর্মশালা উদ্বোধন করেন দি ওল্ড কুষ্টিয়া হাই ষ্কুল প্রধান শিক্ষক মো: গোলাম আজম। তিনি বলেন “ক্ষুদে বিজ্ঞানীক গড়তে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস বিশেষ ভুমিকা রাখবে’’। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এর প্রতিনিধি মো: সালেহিন এর নেতৃত্বে গঠিত ৪ সদস্য বিশিষ্ট প্রশিক্ষক দলের পরিচালনায় দশটি বিদ্যালয়ের মোট ৩০ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন ফেয়ার এর পরিচালন দেওয়ান আখতারুজ্জামান, বিএফএফ এর কর্মকর্তা মোরশেদ আলম, পিএসই প্রকল্প কর্মকর্তা মো: আব্দুল খালিদ, কৈাশিক আহমেদ ও জাফরিন সুলতানা।
এই দুই দিনের কর্মশালায় কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প কর্মশালায় বৈজ্ঞানিক কার্যপদ্ধতিসহ প্রজেক্ট, পোস্টার ও পেপারের বিস্তারিত শেখানো হবে। এখানে শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ক্যাম্পেই একটি গবেষণা করে পোস্টারের মাধ্যমে উপস্থাপন করবে।
অন্যদিকে মিলপাড়া গার্লস হাই স্কুল এবং দিনমুণি হাই স্কুল এর শিক্ষর্থীদের মধ্যে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ২০২০ এর প্রস্তুতি হিসেবে এক্টিভেশন কর্মশালা আয়োজন করা হয়। এই কর্মশালায় বিজ্ঞান কংগ্রেসে অংশ নেয়ার নিয়মাবলী শেখানো হয়।