ফেয়ার এর উদ্যোগে সায়েন্স ক্লাব পুনর্গঠন ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ || Science Club Reform

অদ্য ১১ ফেব্রুয়ারি, ২০২০ রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এর আলেকজান্ডার সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের প্রতিবেদন, আগামী বছরের কর্মপরিকল্পনাসহ নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদ পুনর্গঠন এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।  Science Club Formation

 

সায়েন্স ক্লাবের সভাপতি শিক্ষার্থী শাকিল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন। তিনি বলেন, “দেশকে উন্নতি ও বিজ্ঞান সমৃদ্ধশালী করতে বিজ্ঞানের  গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে সায়েন্স ক্লাব শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিজ্ঞান বিষয়ক সচেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে”। সায়েন্স ক্লাব উপদেষ্টা মো: আজমল হক সুজন এর উপস্থাপনায় সভায় বার্ষিক প্রতিবেদন ২০১৯ উপস্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিক। আলেকজান্ডার সায়েন্স ক্লাব এর নবনির্বাচিত সভাপতি সকল সদস্যদের সহায়তায় আমাদের বিদ্যালয়ে বিজ্ঞানের অগ্রযাত্রা হবে এই আশা ব্যক্ত করেন। সভায় ক্লাবের উপদেষ্টা ও সাধারণ পরিষদের সদস্যগণ ক্লাবকে কার্যকর করার জন্য অঙ্গীকার করেন।School Based Science Club Reformation

 

পরবর্তী পর্যয়ে নির্বাচন কমিশন ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণি থেকে সর্বমোট ৬৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ মধ্যে হতে সরাসরি নির্বাচনের মাধ্যেমে ১১ সদস্য বিশিষ্ট সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করেন। কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে মোছা: আয়েশা সিদ্দিক (৯ম), সহসভাপতি আয়েশা আবিদা (শ্রাবনী) (১০ম), সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস (৮ম), সহসাধারণ সম্পাদক মো: নাইমুর রহমান (নাজির) (৭ম), কোষাধ্যক্ষ মোছা: অনন্যা খাতুন (৯ম), সাংগঠনিক সম্পাদক তানজিদ ইসলাম হামজা (৭ম), সহসাংগঠনিক সম্পাদক মোছা: ঋতু পর্ণা (৮ম), প্রচার সম্পাদক মুস্তাক আহমেদ উল্লাস (৮ম), কার্যকরী সদস্য হিসেবে যথাক্রমে সামির সালাম পর্ণা (৮ম), তাজমুন তাবাসুম মিলি (৬ষ্ঠ), খন্দকার রোহান (৬ষ্ঠ) নির্বাচিত হন ।

FAIR Science Club Reformation at Dohokhula School

কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের পর নতুন ও পুরাতন কার্যনির্বাহী সদস্যদের সমন্বয়ে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ ক্লাবের আগামী বছরের কর্মসূচি বিষয়ক ও বাস্তায়নের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন ফেয়ার এর পিএসই প্রকল্পের কর্মকর্তা মো: আব্দুল খালিদ, প্রকল্প কর্মকর্তা কৈশিক আহমেদ ও জাফরিন সুলতানা।উল্লেখ্য বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প” বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *