‘‘ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক সায়েন্স ক্লাব পুনর্গঠন ’’

অদ্য ২২ মার্চ, ২০২১ স্বস্তিপুর মাধ্যমিক বিদ্যালয় এর রবার্ট হুক সায়েন্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের প্রতিবেদন উপস্থাপনসহ নির্বাচনের মাধ্যমে নির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন-২০২০ উপস্থাপন করেন সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক । সভায় ক্লাবের উপদেষ্টা ও সাধারণ পরিষদের সদস্যগণ ক্লাবকে কার্যকর করার জন্য অঙ্গীকার করেন।

পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশন ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণি থেকে সাধারণ পরিষদ মধ্যে হতে সরাসরি নির্বাচনের মাধ্যেমে ১১ সদস্য বিশিষ্ট সায়েন্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করেন। কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে শ্রী লিখন দাস (৯ম), সহসভাপতি মো স¤্রাট পারভেজ (১০ম), সাধারণ সম্পাদক মো: ওয়ালি হোসেন (৮ম), সহসাধারণ সম্পাদক নুসরাত জাহান রিমি (৭ম), কোষাধ্যক্ষ রাব্বি আহমেদ (৯ম), সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ (৭ম), সহসাংগঠনিক সম্পাদক ফাহাদ বিন অর্ক (৮ম), প্রচার সম্পাদক মো সুমন (৮ম), কার্যকরী সদস্য হিসেবে যথাক্রমে তহমিনা খাতুন (৮ম), মোছা সুবর্ণা (৬ষ্ঠ), নির্বাচিত হন। উক্ত

অনুষ্ঠানে সার্বিক সহায়তায় ছিলেন ফেয়ার এর পিএসই প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জাফরিন সুলতানা।

উল্লেখ্য বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্প” বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *