School-Based Science Fair by FAIR in Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা

অদ্য ০৩ আগষ্ট হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় এবং আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এর যথাক্রমে নীলস বোর সায়েন্স ক্লাব, ইলেকট্রন সায়েন্স ক্লাব এবং গ্যালিলিও সায়েন্স ক্লাবের উদ্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।School Based Science Fair Help Helping Donate Support Sponsor Ways Poor Students People Child Children Youth Women Dalit Harijon Disable

 

হরিনারায়ন পুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নীলস বোর সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুষ্টিয়া ইসলামীক বিশ্ববিদ্যালয় এর আইন অনুষদ এর অধ্যাপক জনাব মো: আনিসুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি প্রথমেই ফেয়ার কে ধন্যবাদ জানায় বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে এই কার্যক্রম হাতে নেওয়ার জন্য এবং আমাদের বিদ্যালয় কে এত স্ন্দুর অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করার জন্য। আমি আশা করি আজকের এই ক্ষুদে বৈজ্ঞানীকরা আগামী তে নাসায় গবেষণা করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই আশা ব্যক্ত করি।’’।School Based Science Fair Helping People How to Help people I Want to Help People support child Education Support
অন্যদিকে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় এর ইলেকট্রন সায়েন্স ক্লাবের এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা জেব-উন-নিসা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘হাতে কলমে না শিখতে পারলে বিজ্ঞান শিক্ষার কোন মানে নেই তাই তোমরা হাতে কলমে সবায় মিলে এরকম ভিন্ন ভিন্ন প্রজেক্ট তৈরি করার মাধ্যমে তোমরা তোমাদের প্রতিভার প্রমাণ রাখলে।’’
অপরদিকে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এর গ্যালিলিও সায়েন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান আলী হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“ছ্ট্টো ছোট্ট বিজ্ঞানীকরা এক সময় বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ হবে।”
বিদ্যালয় তিনটিতে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরিনারায়ন পুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোছা: গুলবাহার খানম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘বিজ্ঞানের এই যুগে এমন সিদ্ধান্ত যুগ-উপযোগী। বিজ্ঞানমনষ্ক জাতি গঠন করতে হলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে এবং সকল প্রকার ভ্রানÍ ধারনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’’ আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষকসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।School Based Science Fair Dalit Harijon Bangladesh Child Sponsorship Youth Women Marginalized Disable
কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী প্রধান র্শিক্ষক জনাবা পারভীন আক্তার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: হাসানুর রহমান এবং রিমা রহমান।
আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এর গ্যালিলিও সায়েন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান আলী হায়দার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“বিদ্যালয়ের বিজ্ঞানীকরা দেশ ও জাতীর জন্য উন্নয়ন বয়ে আনবে।” এই বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: জিয়াউল হক এবং বিজ্ঞান শিক্ষক মো: শফিকুল মাহমুদ।” এছাড়া ফেয়ার এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এবং প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা উপস্থিত ছিলেন।
মেলাই শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি গ্রুপের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা থার্মোফ্লাক্স, এয়ার কুলার, ব্লেন্ডার,মিক্রার, ওয়াটার এলার্ম,অনিয়ন স্লাইচার,যাদুর খেলা,রঙ্গের খেলা,পানির পাতন যন্ত্র, পানিতে সূঁচ ভাসে,ময়লা পরিষ্কার কারী মেশিন এবং ওয়াটার ফিল্টার নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায় কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা কৃষিক্ষেত্রে রোবোটিক্্র,বায়ুমন্ডল ধ্বংসের ক্ষতিকর প্রভাব,ওয়াটার কুলার এবং মধ্যাকর্ষীয় শকিÍ নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা ওয়াটার পাম্প, কামান. রোবট, বায়ুর চাপ, পারি এবং বায়ুর চাপ, বায়ু শূন্য, বায়ূর ওজন, প্রাকৃতিক দৃশ্য নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *