Distributing Blanket among the Cold Affected People


একদিকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ এবং অন্যদিকে শীতের তীব্রতা বৃদ্ধি। শীতের এই তীব্রতায় কষ্ট পাচ্ছে প্রান্তিক দরিদ্র খেটে খাওয়া অসহায় মানুষেরা। তীব্র এই শীতে শীতার্ত ও কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে অদ্য ২৩ ডিসেম্বর, ২০২০ তারিখে কুষ্টিয়ার সদর উপজেলার দুর্বাচারা গ্রামের দাস পাড়ায় ফেয়ার ও দুর্যোগ প্রতিরোধে সামাজিক উদ্যোগ কুষ্টিয়ার উদ্যোগে সুশীল সমাজের সহায়তায় প্রান্তিক ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে ৬০ টি কম্বল বিতরণ করা হয়।
মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই।
সহায়তা পাঠাতে পারেন: বিকাশ মার্চেন্ট একাউন্ট: 01923-970355 অথবা পার্সোনাল একাউন্ট: 01712-619176
সংগঠনের পক্ষ থেকে যে সকল সম্মানিত ব্যক্তিগণ ও প্রতিষ্ঠান আর্থিক সহায়তা প্রদান করে আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখতে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনার যে কোন সহায়তা আমাদের কাছে মহামূল্যবান।
আমরা প্রত্যেক দিনের প্রাপ্তি ও খরচের হিসাব আমাদের ফেইসবুক পেইজে প্রকাশ করে থাকি। প্রাপ্তি ও ব্যয় সংক্রান্ত বিষয়ে কারো কোন প্রশ্ন বা জানার থাকলে উল্লেখিত ফোন নম্বরে প্রশ্ন করতে পারেন। এ সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে আমরা বাধ্য।
