
দারিদ্র্য বিমোচনে যাকাত
দারিদ্র্য বিমোচনে যাকাত
আপনার যাকাত হোক প্রান্তিক ও সুবিধা বঞ্চিত গরিব মানুষের দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার। যাকাত প্রদান করে আপনি গরিব মানুষের উজ্জ্বল ভবিষ্যত গড়তে ভূমিকা রাখতে পারেন । যাকাতের অন্যতম লক্ষ্য ‘‘আজ যে যাকাত গ্রহণ করবে, আগামীতে সে যাকাত প্রদান করবে’’। কিন্তু ইসলামি বিধান মোতাবেক বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রতিবছর তার সম্পদের ওপর যে পরিমাণ যাকাত নির্ধারিত হয় তা দিয়ে একজন মানুষের দারিদ্র্য বিমোচন করা সম্ভব হয় না। সুবিধা বঞ্চিত গরিব মানুষকে শাড়ি-লুঙ্গী প্রদান করলে যাকাত আদায় হলেও প্রকৃত পক্ষে যাকাতের মূল লক্ষ্য অর্জিত হয় না।
‘‘ফেয়ার যাকাত ফান্ড’’ এ আপনি যাকাত প্রদান করে গরিব মানুষের উজ্জ্বল ভবিষ্যত গড়তে ভূমিকা রাখতে পারেন। যা হবে যাকাতের মূল লক্ষ্য অর্জন করা। বাংলাদেশে প্রচুর সংখ্যক প্রতিবন্ধী, হতদরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের মানুষের বসবাস। আবার এমনও পরিবার রয়েছে যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ কোন দুর্ঘনার কারণে কর্মহীন হয়েছে অথবা মারা গেছে। এ জাতীয় পরিবারগুলোকে এক চরম পরিস্থিতির মধ্যদিয়ে জীবনযাপন করতে হয়। ফেয়ার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানবাধিকার ও উন্নয়নমূলক সংস্থা হিসেবে এসকল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ‘‘ফেয়ার যাকাত ফান্ড’’ গঠন করেছে।
আপনার প্রদত্ত ‘যাকাত ফান্ড’ থেকে প্রাপ্ত অর্থ যথাযথভাবে ইসলামী শরীয়াহ মোতাবেক ব্যয় করা হবে। এ তহবিল দিয়ে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের দারিদ্র্য বিমোচনে বিশেষ করে কারিগরি শিক্ষা, শিক্ষা বৃত্তি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও ক্ষুদ্র ব্যবসায় পুজি সহায়তা দেওয়া হবে।
এই তহবিল পরিচালনার জন্য সংস্থার সদস্যদের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি ‘যাকাত তহবিল পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক সদস্যসচিব অর্থাৎ পরিচালক তা বাস্তবায়ন করে থাকেন।
যাকাত প্রদান করা যাবে ব্যাংক বা বিকাশ এর মাধ্যমে অথবা সরাসরি ফেয়ার কার্যালয়ে এসে নগদে।
বঞ্চিত গরিব মানুষের উজ্জ্বল ভবিষ্যত গড়তে, যাকাত প্রদানে সক্ষম ব্যক্তিবর্গকে এই উদ্যোগে সামিল হওয়ার অনুরোধ করা যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সকলের সমন্বিত প্রচেষ্ঠায় দারিদ্রমুক্ত ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে সক্ষম হবো।