School-Based Science Fair by FAIR in Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা

অদ্য ৩০ জুলাই হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আড়–য়া পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দিনমুনি হাই স্কুল এর যথাক্রমে ইবনে সিনা সায়েন্স ক্লাব, জে জে থমসন সায়েন্স ক্লাব এবং মেন্ডেল সায়েন্স ক্লাবের উদ্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।Science Fair organized by FAIR Donate Money Non profit raising money to donate ways to raise money online

 

হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ইবনে সিনা সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সাইদুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর সুন্দর বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট তৈরি করতে পেরেছে তা দেখে আমি খুবই খুশি। আমি আশা করি তোমরা এই ধারাবাহিকতা ধরে রাখবে। ’’

Science Fair organized by FAIR Donate Money Non profit raising money to donate ways to donate raise money
অন্যদিকে আড়–য়া পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর জে জে থমসন সায়েন্স ক্লাবের এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা উম্মে হাবিবা শান্তা । উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘শুধুমাত্র সাফল্যের কথা ভাবলে তোমরা পিছিয়ে পরবে, তাই সাফল্যের কথা না ভেবে তোমরা গবেষণা চালিয়ে যাও দেখবে সফলতা একদিন তোমার হাতে ধরা দিবে।’’

অন্যদিকে দিনমুনি হাই স্কুল এর মেন্ডেল সায়েন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলা অনষ্ঠানে সভাপতি করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির আহমেদ। তিনি বলেন, “অবসর সময়ে তোমরা অলস ভাবে বসে না থেকে বাস্তব সম্মত বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট তৈরির মাধ্যমে, অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রমের মাধ্যমে অনেক ভাল কাজ করা সম্ভব।”Science Fair organized by FAIR Donate Money Non profit raising money to donate ways to donate raise money online
স্কুল তিনটিতে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো: মনিরুল ইসলাম । তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘বিজ্ঞানের যুগে বেশি বেশি বিজ্ঞান চর্চার মাধ্যমেই বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নেওয়া সম্ভব।” আলোচনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আড়–য়া পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাবা উম্মে হাবিবা শান্তা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান শিক্ষক প্রতাপ চন্দ্র ঘোষ। দিনমনি হাই স্কুল এর সহাকারী শিক্ষক রাজিয়া সুলতানা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। ফেয়ার এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এবং প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা।

মেলাই শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি গ্রুপের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজ্ঞান মেলায় হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ দুষন প্রতিরোধের মডেল, সূর্য ঘড়ি, গ্রীন হাউস, এসিড বৃষ্টি, ব্যারোমিটার নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। আড়–য়া পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইয়ার এলাম ও কমলার মোমবাতি নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায় এবং দিনমুনি হাই স্কুল সানের মেশিন, অ্যানাটমির মডেল, প্রজেক্টর, নৌকা, সেচ পাম্প, ডিজিটাল সিটি, উইন্ডমিল, স্প্রিড বোর্ড, অনুদৈর্ঘ্য তরঙ্গ অগ্রসর মডেল, সৌরচুল্লি প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *