School-Based Science Fair by FAIR in Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা
অদ্য ০১ আগষ্ট মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সিরাজুল হক মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এর যথাক্রমে থিলেস সায়েন্স ক্লাব, আইনস্টাইন সায়েন্স ক্লাব এবং আলেকজান্ডার সায়েন্স ক্লাবের উদ্য্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃকবাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর থিলেস সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল আলীম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বিজ্ঞানের প্রসারে যেমন বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে আমি চাই তোমরাও এগিয়ে যাও। এর জন্য তোমাদের যা যা দরকার আমরা তোমাদের আর্থিক ও মানসিকভাবে সাহায্য করবো।’’
অন্যদিকে সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এর আইনস্টাইন সায়েন্স ক্লাবের এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘এখন বিজ্ঞানের যুগ, সামনের দিনের অগ্রগামিতার জন্য হলেও আমাদের সন্তানদের বিজ্ঞান শিক্ষা দেওয়া জরুরী। যে কোন কিছু একজন করার চেয়ে দলভিত্তিক করলে খুব দ্রুত সেই কাজ করা যায় তার উৎকৃষ্ট উদাহরণ তোমাদের এই বিজ্ঞান ভিত্তিক প্রজেক্টগুলো, আমি আশা করি তোমরা এই ধারাবাহীকতা ধরে রাখবে।’’
অপরদিকে রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয় এর আলেকজান্ডার সায়েন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘আজ বিদ্যালয়ের ক্ষুদে ক্ষুদে বিজ্ঞানীক প্রমাণ করল দেশ ও জাতীর উন্নয়ন এই সকল ক্ষুদে বিজ্ঞানীকদের পক্ষে সম্ভব।” এই বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সিভিল সার্জন আফিসার ড. খন্দকার আবু দাউদ।
বিদ্যালয় তিনটিতে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো: মনজুর হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘বিজ্ঞান কে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হলে সমাজের বৈষম্য দূর করতে হবে। সকল প্রকার ভ্রানÍ ধারনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’’ আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষকসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এর বিজ্ঞান শিক্ষক জনাব রিংকু কুমার ঘোষ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছা: শাহানাজ শবনম এবং সহকারী শিক্ষক মো: মাসুদ রানা।
রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সিভিল সার্জন আফিসার ড. খন্দকার আবু দাউদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ড. খন্দকার আবু দাউদ বলেল, “শৈশবে বাস্প ইঞ্চিল আবিস্কার এ উদ্ভুদ্ভ হয়েও নিজে কিছু আবিস্কার করতে ব্যহত হয়েছিলাম কিন্তু আজ শিক্ষার্থীদের প্রজেক্ট দেখে নিজের সফল্যতা পেলাম।” এই সময়ে বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মো: আজমল হক সুজনসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া ফেয়ার এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এবং প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা উপস্থিত ছিলেন।
মেলাই শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি পের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বায়ু কল, মিনি সোলার প্যানেল, এটিএম বুথ, সেচ পাম্প, ইলেকট্রনিক লাইট এবং ফার্ম হাউস নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা রোড এক্রিসিডেন্ট প্রিভেনসন প্রজেক্ট, হেনরী ওয়েট এর্লাম, ওয়াটার এর্লাম, স্পেসাল স্পিনার টয় কার এবং এ্যানোমোমিটার নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাইক্রোস্কোপিক প্রজেক্টর, মিক্সার মেশিন, ইলেকট্রিক ফ্যান এন্ড লাইট, ইলেকট্রিক ফ্যান, পানি বিদ্যুৎ, সৌর শকিÍ থেকে বিদ্যুৎ শক্তি নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।