School-Based Science Fair by FAIR in Secondary School || ফেয়ার এর উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা
অদ্য ০৫ আগষ্ট দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়, শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এর যথাক্রমে ড. কুদরাত-ই-খুদা সায়েন্স ক্লাব, আর্কিমিডিস সায়েন্স ক্লাব এবং দি ভেনাস সায়েন্স ক্লাবের উদ্যেগে বিএফএফ এর সহযোগিতায় ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পের অধীনে বিদ্যালয়ভিত্তিক বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয় এর ড. কুদরাত-ই-খুদা সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: রবিউল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘বিজ্ঞানের অগ্রযাত্রার সূচনা আবারও আমাদের শিক্ষার্থীরা প্রমাণ করল ফেয়ার আয়োজিত বিজ্ঞান মেলার মাধ্যমে”।
অন্যদিকে শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর আর্কিমিডিস সায়েন্স ক্লাব এর আয়োজনে বিজ্ঞান মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহুরুল ইসালাম। উদ্বোধনী বক্তব্যে তিনি ফেয়ার কে ধন্যবাদ জানিয়ে বলেল, “ফেয়ার এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ে আবারও বিজ্ঞানের সূচনা হলো”।
অপরদিকে ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এর দি ভেনাস সায়েন্স ক্লাবের আয়োজনে বিজ্ঞান
মেলার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,“যে সকল দেশ যত বেশি উন্নত সে সকল দেশ বিজ্ঞান দিয়েই তাদের উন্নতি সাধন করেছে। তাই আমি আশা রাখি তোমরা সামনের দিনে আরো নতুন নতুন প্রজেক্ট তৈরির মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যাবে।”
বিদ্যালয় তিনটিতে প্রজেক্ট প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষকসহ খোন্দকার নজরুল ইসলাম এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানটি প্ররিচালনা করেন বিজ্ঞান শিক্ষক মো: আনিসুর রহমান লিটন।
শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহুরুল ইসালাম। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকসহ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এর জনাব প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস এবং হাফিজুর রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো: জুলহক উদ্দিন এবং সহকারী শিক্ষক মোছা: ছাবিনা ইয়াছমিন ।
এছাড়া ফেয়ার এর পক্ষ থেকে প্রকল্প সমন্বয়কারী মো: আব্দুল খালিদ এবং প্রকল্প কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও জাফরিন সুলতানা উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষার্থীরা একক এবং গ্রুপভিত্তিক বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি ও প্রদর্শন করে। অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকগণ ঘুরে ঘুরে প্রজেক্ট দেখেন। এছাড়াও দু’টি গ্রুপের (ক গ্রুপ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং খ গ্রুপ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থী) মধ্যে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজ্ঞান মেলায় দহকুলা মহম্মদ শাহী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাইড্রোলিক্্র শক্তি, মাটি কাঁটার যন্ত্র, এয়ারকুলার, ইন্ডাকশন হিটার, বঙ্গবন্ধু আনন্দ ভ্রমন, স্প্রিড বোর্ড, হেলিকাপ্টার, পানির পাম্প, ইলেকট্রনিক ফুল, মিনি ওয়াটার পাম্প, প্রজেক্টও, ব্যালেন্ডার এবং আদর্শ বাড়ী নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। শহীদ হাসান ফয়েজ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থীরা ভার উত্তোলন যন্ত্র, পানি ও বালির আলাদা মিশ্রন, যন্ত্র চালিত নৌকা, পানিতে ভাসমান ডিম, সোডিয়াম ক্লোরাইড, ঝারবাতি ও ফুলদানি, পানি গরম এর মেশিন, প্রজেক্টর নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীরা ফ্যান এন্ড ওয়াইন্ড প্রজেক্ট, বায়ু শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর, বিশুদ্ধ পানির ফিল্টার, বায়ুর বেগ নির্ণয় যন্ত্র,হার্টের কার্যকারিত, টাচ লাইট, সাইন্স ভিলেজ, ডাস্টবিন.মিনি এসি এবং সিরিন্স দিয়ে টিউবওয়েল নামক প্রজেক্ট প্রদর্শন করে দেখায়।