ফেয়ার এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলীর স্বরণ সভা

‘‘বীরমুক্তি যুদ্ধা শাহাবুব আলী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ প্রতিষ্ঠার অকুতোভয় সৈনিক; তিনি শোষণমুক্ত সমাজ বিনির্মানের স্বপ্নদ্রষ্ট্রা, তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ ও দৃঢ় চেতনার মানুষ। বর্তমান প্রেক্ষাপটে তার মত মানুষের বড়ই প্রয়োজন। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মাধ্যমে সমাজ বিনির্মানের কাজটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে’’।Memorial Meeting of Shahabub Ali Najrul Islam

আজ  বেলা ৪:০০ টায় ফেয়ার এর আয়োজনে ফেয়ার এর উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলীর স্বরণ সভায় উপস্থিত বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। ফেয়ার এর চেয়ারম্যান জনাব শামসুন নাহার সিমুর সভাপতিত্বে ফেয়ার সেমিনার কক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. শহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর অজয় কুমার বিশ্বাস, ফেয়ার এর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস, মিরপুর উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক জনাব আহাম্মদ আলী, কুষ্টিয়া জেলা জাসদ এর প্রচার ও প্রকাশনা Memorial Meeting of Shahabub Ali Ajoy Kumar Biswashসম্পাদক কারশেদ আলম, জেলা শাখা বাসদ এর আহবায়ক কমরেড শফিউর রহমান শফি, ফেয়ার সাধারণ সদস্য আব্দুস সালাম, আজিজুর রহমান, কাজী রফিকুর রহমান ও জামিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী¡ ও আব্দুল্লাহ সাঈদ, খাদিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম ও শাহাবুব আলীর বড় ছেলে জনাব মাহাদী আলম সজিব। সরাণসভাটি পরিচালনা করেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *