Iftar distribution Poor People | মাসব্যাপী ইফতার প্রদান কর্মসূচি

Iftar distribution Poor People | মাসব্যাপী ইফতার প্রদান কর্মসূচি
iftar distribution for jobless and disadvantage people due to covid-19

চাহিদা অনেক কিন্তু সামর্থ্য কম থাকায় আজ ৭৯ জনের হাতে ইফতার তুলে দেওয়া হলো। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার, ঐতিহ্য পরিষদ, কুষ্টিয়া ও দুর্যোগ প্রতিরোধ সামাজিক উদ্যোগ, কুষ্টিয়া এর যৌথ উদ্যোগে মাসব্যাপী ইফতার প্রদান কর্মসূচির আজ দ্বিতীয় দিনে (১৫ এপ্রিল ২০২১) করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ, কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার প্রদান করা হয়।

ইফতার হিসেবে-ছোলা ঘুগনী, সবজি চপ, ডাউলের বড়া, খেজুর, মুড়ি, জিলাপী, কলা, গাজর ও শসা প্রদান করা হয়। ইফতার স্বেচ্ছাসেবকবৃন্দর মাধ্যমে প্রতিটি মানুষের নিকট পৌঁছে দেয়া হয়। স্বেচ্ছাসেবক হিসেবে ছিল অপু হোসেন, মো আরাফাত, নাফিজ, রবিন কুমার ও কৌশিক আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেয়ার এর পরিচালক ও ঐতিহ্য পরিষদ, কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক দেওয়ান আখতারুজ্জামান।

আমাদের এই মহত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করে শরিক হয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, বন্ধুমহলসহ উক্ত সংগঠনদ্বয়ের সদস্যবৃন্দ।

আজ দ্বিতীয় দিন ৭৯ টি ইফতারের প্যাকেট ৭৯ জন কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রদান করেছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আগামীতে এই সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। ইফতারের প্রতিটি প্যাকেটের জন্য গড়ে ৪০ টাকা করে খরচ হচ্ছে। আপনিও সহায়তা প্রদান করে এই মহত উদ্যোগে শরিক হতে পারেন।

Iftar distribution Poor People

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *