Iftar distribution | শুরু হলো মাসব্যাপী ইফতার প্রদান কর্মসূচি


বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার, ঐতিহ্য পরিষদ, কুষ্টিয়া ও দুর্যোগ প্রতিরোধ সামাজিক উদ্যোগ, কুষ্টিয়া এর যৌথ উদ্যোগে অদ্য প্রথম রমজান (১৪ এপ্রিল ২০২১) শুরু হলো মাসব্যাপী করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ, কর্মহীন, দুঃস্থ ও অসহায়
মানুষদের মাঝে ইফতার প্রদান কর্মসূচি। ইফতারের বক্সে খাদ্য সামগ্রী হিসেবে- ছোলা ঘুগনী, সবজি চপ, ডাউলের বড়া, খেজুর, মুড়ি, জিলাপী, কলা, গাজর ও শসা বিতরণ করা হয়। এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবকবৃন্দর মাধ্যমে ইফতারীর প্যাকেট প্রতিটি মানুষের নিকট পৌঁছে দেয়া হয়। স্বেচ্ছাসেবক হিসেবে ছিল অপু হোসেন, মো আরাফাত, নাফিজ, রবিন কুমার ও কৌশিক আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেয়ার এর পরিচালক ও ঐতিহ্য পরিষদ, কুষ্টিয়া এর সাধারণ সম্পাদক দেওয়ান আখতারুজ্জামান।
আমাদের এই মহত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করে শরিক হয়েছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, বন্ধুমহলসহ উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।
আজ প্রথম দিন আমরা ৬০ টি ইফতারের প্যাকেট ৬০ জন কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রদান করেছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আগামীতে এই সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আমাদের প্রতিটি প্যাকেটে খরচ পড়ছে গড়ে ৪০ টাকা করে। আপনিও সহায়তা প্রদান করে এই মহত উদ্যোগে শরিক হতে পারেন।
Iftar distribution