Science Education | বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

Science Education | বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের আয়োজনে এবং ফেয়ার এর ব্যবস্থাপনায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকদের অংশগ্রহণে দুইদিন ব্যাপি প্রথম ব্যাচের ‘‘বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা” আজ ১৩ মে, ২০২২ কুষ্টিয়া মিশন স্কুল রুপান্তর সেন্টার ও সম্মেলন কেন্দ্রে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়।

কর্মশালাটি উদ্বোধন করেন কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুষ্টিয়া জেলার  বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  ও ফেয়ার এর সম্মানিত সদস্য জেব-উন-নিসা। তিনি বলেন, ‘‘বিজ্ঞান শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এই ধরনের কর্মশালা খুবই কার্যকর। এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞানটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারলেই তবেই এই কর্মশালার সার্থকতা’’। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। তিনি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ এবং প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচিসহ প্রকল্প গ্রহণের পেক্ষাপট উপস্থাপন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফেয়ার এর পরিচালক দেওয়ান আখতারুজ্জামান এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সমন্বয়কারী জাহিদুর রহমান মতিন। 

‘‘মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই)’’ প্রকল্পের আওতাভুক্ত ফেয়ার কর্তৃক বাস্তবায়নকৃত কুষ্টিয়া সদর উপজেলার ৩০ টি বিদ্যালয় এবং মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নকৃত কুমারখালী উপজেলার ৩০টি বিদ্যালয় নিয়ে মোট ৬০ টি বিদ্যালয়ের ৬০ জন বিজ্ঞান শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রথম দিনটি বিজ্ঞানাগার ব্যবস্থাপনা, উপকরণ সংরক্ষণ ও ব্যবহার; বিজ্ঞান: বিনোদন ও জ্ঞান; হাতে – কলমে  বিজ্ঞান ও স্বল্পব্যয়ে ব্যবহারিক পরীক্ষা; বিজ্ঞান শিক্ষায় আইসিটি‘র ব্যবহার বিষয়ে ব্যবহারিক উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়। কর্মশালাটি ছিলো অংশগ্রহণমূলক ও ব্যবহারিকভিত্তিক উপস্থাপনা হওয়ায় বিজ্ঞান শিক্ষকগণের অংশগ্রহণ ছিলো খুবই উৎসাহ, উদ্দিপনা ও আনন্দময়।

প্রথম দিনে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন জনাব জনাব রেজাউল করিম ও জনাব সঞ্জীব বর্মণ। কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর ফিন্যান্স ও প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ফেয়ার এর প্রকল্প সমন্বয়কারী কেএম হারিসুল আলম জনি, প্রকল্প কর্মকর্তা কৌশিক আহমেদ শাওন এবং খন্দকার লীনা আকতার

উল্লেখ্য শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক নিয়মিত অনুশীলন ও অধ্যয়নের সুযোগ সৃষ্টির মাধ্যমে বিজ্ঞান মনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী জাতি গঠনে ভূমিকা রাখতে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় ফেয়ার কুষ্টিয়া সদর উপজেলায়, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা কুমারখালী উপজেলায়, সেতু মিরপুর উপজেলায় এবং ওয়েলফেয়ার এফোর্টস ঝিনাইদহ সদর ও হরিনাকুন্ডু উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন (পিএসই) প্রকল্পটি গত ২০১৯ সাল থেকে বাস্তবায়ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *